ফেনসিডিলসহ হত্যা মামলার আসামি ডাক্তার টিটু গ্রেপ্তার

বিশেষ  প্রতিনিধি : নেত্রকোণা শহরের রাজুর বাজার এলাকা থেকে দেড় লিটার(প্লাস্টিক বোতলে ভরা) ফেনসিডিলসহ হত্যা মামলার আসামি চিকিৎসক টিটু মোহন সাহাকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানার পুলিশ।ডাক্তার টিটু নেত্রকোণা শহরের মালনী এলাকার কৃষ্ণমোহন সাহার ছেলে।

রোববার বিকেলে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান এর আগে কর্মরত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বরখাস্ত হন ওই চিকিৎসক। এবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া টিটূ নেত্রকোণা শহরের ভুট্টো হত্যা মামলারও আসামী।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।