
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলা রবিবার দুপুরে অটোরিক্সার চাপায় সালমা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে পূর্বধলা উপজেলার খলিশাউর গ্রামের সাইদ মিয়ার মেয়ে।
নিহতের মামা পূর্বধলা উপজেলার আগিয়া ইনিয়নের বেড়াইল গ্রামের সাইফুল ইসলাম জানান, সালমা সকালে তার মা-বাবার সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে সে নানার বাড়ির পাশ দিয়ে যাওয়া পূর্বধলা-ঘাগড়া রাস্তার বেড়াইল বাঁশঝাড় নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি অটোরিক্সা তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। অটোরিক্সাটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।