
পটুয়াখালী প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা সাগড়পাড়ের তরুনরা। আজকে ব্রাজিলের খেলাকে সামনে রেখে বিকালে মোটর শোভাযাত্রায় মাতিয়েছে গোটা এলাকা। বিকালে কুয়াকাটা ব্রাজিল সমর্থক গোষ্ঠির ব্যানালে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে মোটর শোভাযাত্রাটি বের হয়ে হাজিপুর, মহিপুর হয়ে ২২কিলোমিটার মহাসড়ক পাড়ি দিয়ে কলাপাড়ায় এসে পৌছে। পুনরায় সেখান থেকে ওই ২২কিলোমিটার পাড়ি দিয়ে আবার কুয়াকাটার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। স্থানীয় সাংবাদিক হোসাইন আমির জানান, কুয়াকাটা ব্রাজিল সমর্থক গোষ্ঠির প্রধান সমন্বয়ক রাজিবের নেতৃত্বে এই মোটর সাইকেল শোডাউন বের হয়। শোডাউনে পিকআপ, ভ্যান, টমটম, মাহেন্দ্র, ট্রাকে ডিজিটাল সাউন্ড সিস্টেম ব্যবস্থা করা হয়। এসময় পুরো মহাসড়কের আশপাশের লোকজন রাস্তায় ভিড় জমায় ব্রাজিল সমর্থকদের স্বাগত জানাতে। তিনি আরো জানান, রাতে ব্রাজিলের খেলা কুয়াকাটা বীচে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় একসাথে সবাই দেখার কথা রয়েছে।