পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি,যাত্রী দুর্ভোগ

মানিকগঞ্জ প্রতিনিধি: ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পাটুরিয়া ঘাটে। বৃহস্পতিবার রাত থেকে ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় ফেরি পারে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। শুক্রবার সকালে যানবাহনের দীর্ঘ সারি ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। ৪থেকে ৫ কিলোমিটার পথ পায়ে হেটে ঘাটে পৌছে লঞ্চ পারাপরের যাত্রীরা। পুলিশ ও বিআইডব্লিউটিসি কর্মকর্তাদের সাথে কথা বলে জানাগেছে,বৃহস্পতিবার বিকালে ঘাট একেবারে যানবাহন শুন্য হয়ে পড়েছিলো। কিন্তু রাত ৯ টার পর হঠাৎ যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত বাড়ার সাথে মানুষের দুর্ভোগও বাড়ে। মধ্যরাতে যানবাহনের দীর্ঘসারি প্রায় ৬ কিলোমটার এলাকা ছাড়িয়ে যায়। ফেরি পার হতে একেককটি যানবাহনকে ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। শুক্রবার সকাল থেকেও বাস, ট্টাক, পিকআপে করে যে যেভাবে পেরেছে বাড়ির পথে রওনা হয়েছে মানুষ।ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে হিসমিস অবস্থা পুলিশ ও ঘাট কর্তৃপক্ষের। এক পর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। তবে পুলিশি তৎপরতার কারনে অপেক্ষমান যানবাহন গুলো দীর্ঘ সারিতে সুশৃঙ্খল ভাবে ফেরি পার হয়। ঘাটে ছোট গাড়ির চাপও অনেক বেশি। সংশ্লিস্টরা ধারণা করছেন যানবাহনের এই চাপ দিনভরই অব্যাহত থাকবে। ছোট বড় ২০ টি ফেরি দিয়ে ঘাটে যানবাহন পারাপার করা হচ্ছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।