বারহাট্টায় দুইটি ট্রাকসহ ৩০ টন সরকারী চাল জব্দ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় দুই ট্রাকসহ ৩০ টন সরকারী খাদ্যপ গোদামের সিলকৃত চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের চন্দ্রপুর এলাকা থেকে চালগুলো জব্দ করে বারহাট্টা থানা পুলিশ। চালের প্রতিটি ৩০ কেজি বস্তার গায়ে সরকারি খাদ্য গোদামের সিল রয়েছে বলেও নিশ্চিত করে পুলিশ।
এ ঘটনায় ট্রাকের দুই চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম জানায়নি।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে বারহাট্টার চিরাম ইউনিয়নের ট্রলার ঘাট থেকে দুইটি ট্রাকে সরকারি সিল যুক্ত বস্তায় চাল উঠানো হচ্ছে এমন সংবাদের পান বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। এসময় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিএলএসডি) মুঠোফোনে বিষয়টি জানান। এরই প্রেক্ষিতে ওই দিন রাত পৌনে নয়টার দিকে বারহাট্টা থানা পুলিশ চন্দ্রপুর এলাকা থেকে দুই ট্রাক ভর্তি চাল জব্দ করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য উভয় ট্রাকের দুই চালককে আটক করা হয়। তবে এই চালগুলো মালিকের সন্ধান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জানা জায়নি।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত চালের প্রতিটি বস্তাই সরকারি খাদ্য গোদামের সিল রয়েছে। ট্রাক চালকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে চালগুলো সুনামগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে যাওয়া হচ্ছিল।’

বারহাট্টার ওসিএলএসডি সঞ্জয় মোহন দত্ত জানান, ‘সরকারি সিলযুক্ত বস্তায় দুই ট্রাক ভর্তি চাল বারহাট্টা খাদ্য গোদামের না। এ নিয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। চালগুলো মুলত কার তা তদন্ত করে দেখা হচ্ছে।’

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ‘ইউএনও ও ওসিএলএসডির অভিযোগের ভিত্তিতে দুইটি ট্রাকসহ চালগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলছি না।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।