
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভযাত্রা করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা।
বুধবার সকাল থেকে দুপুরে পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে প্রিয়দলের প্রতি ভালোবাসা জানাতে এই শোভাযাত্রা বের হয়। উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সাইদুর রহমান ইমু, নাহিদ ও হোসেন মিয়া এ শোভাযাত্রার আয়োজন করেন। এসময় সবার গায়েই আজেন্টিনা দলের জার্সি ছিলো। আয়োজক সাইদুর রহমান ইমু বলেন, আর কয়েক ঘন্ট পরেই বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে। আমরা আর্জেন্টিনা ফুটবল টিমকে ভালবাসি। তাদের স্বাগত জানাতেই বুধবার সকালে কান্দাপাড়া বাজারে আর্জেন্টিনা সর্মথকরা মটর সাইকেল নিয়ে জড়ো হতে থাকে। পড়ে আমাদের শোভাযাত্রায় শতাধিক মটর সাইকেলে ২ শতাধিক সমর্থক আর্জেন্টিনা জার্সি গায়ে আমরা শুরু করি। মটর সাইকেল শুভাযাত্রাটি উপজেলার কান্দাপাড়া বাজার থেকে শুরু হয়ে সাটুরিয়া- বালিয়াটী বাজার- দরগ্রাম বাজার – পারতিল্লি গ্রাম- গড়পাড়া- হয়ে রাইল্লা গ্রাম ঘুরে কান্দাপাড়া বাজারে এসেই শেষ হয়। এ সময় শতাধিক মটর সাইকেল শোভাযাত্রাটি দেখতে সড়কের দুই পাশে উৎসুক জনতা ভিড় করে এবং আর্জেন্টিনা সমর্থকরা আরেক আর্জেন্টিনা সমর্থকদের হাত নারিয়ে শুভেচ্ছা জানান।