নেত্রকোণায় সুবিধাবঞ্চিত শিশুদেরকে ‘নয়নতারা’র পোশাক ও নগদ অর্থ বিতরণ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নতুন প্রতিষ্ঠিত শান্তি সংঘ ‘নয়নতারা’ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বুধবার দু:স্থ, অসহায় এতিম শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও নগদ অর্থ প্রদান করা হয়।
শহরের উদীচী জেলা সংসদ কার্যালয়ে দেবতোষ পাল উত্তম এর সভাপতিত্বে এবং মো: আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অতিথি ছিলেন কবি সরোজ মোস্তফা এবং কবি আব্দুর রাজ্জাক। বন্ধু ও শুভাকাংক্ষীদের জমানো অর্থ দিয়ে শহরের পথ শিশু, বস্তি এলাকায় বসবাসরত ও কর্মজীবী সুবিধা বঞ্চিত ৫০ জন শিশুকে ‘নয়নতারা’র পক্ষ থেকে ৫০ টি পোশাক ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীর পক্ষ থেকে প্রত্যেককে ৩শত টাকা করে মোট ১৫ হাজার টাকা প্রদান করা হয়। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে কর্মজীবী শিশুদের জন্য একটি স্কুল স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।