
বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের(এনসিটিএফ) উদ্যোগে দুঃস্ত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ নরা হয়।
বুধবার নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি ঈষিকা অরুণিমার সভাপতিত্বে এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার নাসীফ কবীর নভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে ছিলেন পুলিশ সুপার জয়দেব চেধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ খালিদ হোসেন, ইউএনও মোছাম্মাৎ সাবিহা সুলতানা, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা রেড ক্রিসেন্ট সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু এবং ভলান্টিয়ার আলমগীর। পরে শহরের প্রত্যন্ত এলাকা শতাধিক দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।