জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ছনকান্দায় ট্টাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দায় বিপরীতমুখী দুটি সিএনজি ও ট্ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন নিহত ও ৫ জন আহত হয়। এদের মধ্যে মোশাররফ হোসেন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি জামালপুর শহরের মুন্সিপাড়া এলাকায়। দুর্ঘটনায় নিহত ৮ বছরের শিশুর পরিচয় পাওয়া যায়নি। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাসিমুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।