
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক বলেন, আওয়ামীলীগ সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকারসহ ভোটাধিকার হরণ করেছে। আওয়ামীলীগ পূনরায় ক্ষমতায় আসতেই বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করেছে। বর্তমান সরকার নানা অযুহাতে খালেদা জিয়ার জামিনে মুক্তির বিরোধিতা করছে। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপির নির্বাচনে যাবে না।
তিনি আরো বলেন, সাংবাদিকরা হলেন, জাতির দর্পন। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র দেশবাসীর সামনে তুলে ধরুন। খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নির্বাচনে গেলে এবং তিনি যদি দলীয় মনোনয়ন পান তাহলে নির্বাচনে জয়লাভের ব্যাপারে তিনি সাংবাদিকসহ সকল মহলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বুধবার নতুন হাসপাতাল রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সন্মানার্থে দেয়া এক ইফতার মাহফিলে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, কারা মুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।