
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় বিভিন্ন ধরনের মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই ব্যবসীর নাম আব্দুল আলীম (৩৫)। তিনি পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নাফের ছেলে।
রোববার গভীর রাতে সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর এলাকা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আলীম দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময়ে পুলিশ তাকে গ্রেপ্তারও করে। গত রোববার রাত আড়াইটার দিকে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চল্লিশা রাজেন্দ্রপুর এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ৫৩০ গ্রাম হেরোয়িন, ১০৫টি ইয়াবা বড়ি, দুই কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বলেন, আব্দুল আলীম একজন বড় মাদক ব্যবসায়ী। তাঁর নামে বিভিন্ন থানায় আটটি মাদকের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা দুই জন সঙ্গী দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তারের পর সোমবার সকালে থানার উপপরিদর্শক আব্দুল আল মামুন বাদী হয়ে আরো একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।