মদন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়কসহ ১১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মদন প্রতিনিধি: নেত্রকোণার মদনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মদন মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। রোববার গ্রেফতার কৃতদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলশ সূত্রে জানা যায়, মদন থানার পুলিশ পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় রোববার অভিযান চালিয়ে নূরে আলমকে ৭ পিস ইয়াবা ,বিদ্যুৎ মিয়া কে ৫ পিস ইয়াবা এবং ইয়াবা ব্যবসায়ী মদন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমূল হাসান সুজনসহ ১১ জনকে আটক করেছে। অন্য গ্রেফতারকৃতরা হল, মাদক সেবনকারী আবুল কাশেম, লুৎফুর রহমান, মিলন মিয়া এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি মোবারক হোসেন,এরশাদ মিয়া,আশাদুল,ইসলাম উদ্দিন।
মদন থানার ওসি মোঃ শওকত আলী জানান, নাজমূল হাসান সুজনের বিরুদ্ধে আরো মাদক মামলা রয়েছে। এছাড়া অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ওয়ারেন্ট ভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করে রোববার নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।