
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ টাউনহলে তারেক স্মৃতি মিলনায়তনে মুক্তিযোদ্ধা একাডেমী ট্রাস্ট ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান হয় রবিবার দুপুরে। এতে প্রধান অতিথী হিসেবে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতী হাইকমিশনারের ডিফেন্স এ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল জে. এস চিমা। মূল অনুষ্ঠান ছিলো আধা ঘন্টার। এর মধ্যেই ছয়বার বিদ্যুত চলে যায় । বিদ্যুত বিভ্রাটের ঘটনায় হতভম্ব হয়ে পরেন দর্শকরা। কয়েকজন চিতকার করে ক্ষোভও প্রকাশ করেন। প্রধান অতিথি যখন বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্তই বিদ্যুত যায় তিন বার। এক পর্যায়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার তার চলমান বক্তব্য থামিয়ে বলেন অনুষ্ঠানে এভাবে বিদ্যুত বিভ্রাট অনভিপ্রেত। বিদ্যুতের উতপাদন যে হারে বাড়ছে সেই হারে ব্যাবহারও বাড়ছে। তবে এমনটি থাকবে না। অনুষ্ঠানে যোগদেয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন যেখানে বিদেশি অতিথী ভারতী হাইকমিশনারের ডিফেন্স এ্যাডভাইজার সহ দেশের একজন মন্ত্রী গুরুত্বপূর্ন অনুষ্টানে অতিথি হিসেবে আছেন সেখানে এভাবে বিদ্যুত বিভ্রাট ঠিক হয়নি। আগে থেকেই ব্যাবস্থা নেয়ার দরকার ছিলো।