
স্টাফ রির্পোটার: নেত্রকোণা পৌরসভার উদ্যোগে শুক্রবার পৌরসভা প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জজ কেএম রাশেদুজ্জামান রাজা, জেলা প্রশাসক মঈনউল ইসলাম,পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন তাজুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জেলার মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় পৌরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান বলেন,দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার রাত-দিন কাজ করে চলেছেন। তিনি দেশের মানুষের মঙ্গল কামনায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।