
স্টাফ রির্পোটার: নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, জেলা পর্যায়ের কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে নেত্রকোণা জেলার উন্নয়ন সমন্বয় ও পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আ’লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারন সম্পাদক আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফখরুল ইসলাম ফিরোজ, এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাবিহা সুলতানা, নমিতা দে প্রমুখ।