
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে ২১ জন প্রতিবন্ধী ও ৮২ জন হতদরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দুর্গাপুরের চন্ডিগড় মানবকল্যাণকামী অনাথালয় প্রাঙ্গণে প্রতিবছরের মতো এবারো বাংলাদেশ মানবসেবা সংঘের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।
বিকেলে সাড়ে পাঁচটার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের অনাথ মাতা নামে খ্যাত নিশা দেবী। প্রতিষ্ঠানটির সভাপতি সুবল চন্দ্র দে’র সভাপতিত্বে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক নিত্যানন্দ গোস্বামী ওরফে নয়ন যোগী, সংস্কৃতিকর্মী নির্মলেন্দু সরকার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোবারক হোসেন প্রমুখ। আলোচনা শেষে ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।