কেন্দুয়ায় পাঁচ হাজার পরিবারকে অসীম-অপু’র ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার অন্তত পাঁচ হাজার মানুষকে শনিবার ঈদ সামগ্রী উপহার দিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও  যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অপু উকিল।

শনিবার দিনব্যাপী কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকায় “উকিল বাড়ি”তে এই উপহার সামগ্রী দেয়া হয়।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্বাচনী এলাকার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ছাড়াও কেন্দুয়া, আটপাড়া উপজেলা এবং নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সাথে আগাম শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের শীর্ষ নেতা অসীম কুমার উকিল ও অধ্যাপিকা অপু উকিল

এসময় উকিল বাড়িতে জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি  আব্দুল কাদির ভূইয়া,পৌর মেয়র আসাদুল হক ভূইঁয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজউর রহমান বিপুলসহ কেন্দুয়া ও আটপাড়া উপজেলার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।