কেন্দুয়ায় গৃহহারা রাবেয়ার পাশে এলাকার যুবকরা

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত গ্রামের বৃদ্ধ রাবেয়া আক্তার। বর্তমানে বয়স পঁয়ষট্টিরও বেশি। বয়সের ভারে ন্যূজ রাবেয়া আক্তার স্বামীকে হারিয়েছেন বহু আগেই। একটিমাত্র ছেলে সন্তান ছিল। সেও বিয়ে করে মাকে ছেড়ে জীবিকার তাগিদে এলাকার বাইরে চলে গেছে। বৃদ্ধ ও অসহায় রাবেয়া আক্তার একাই এলাকার মানুষের সহযোগিতায় কোনো রকম দিনাতিপাত করে আসছিলেন গ্রামের ছোট একটি ঝুপরি ঘরে। সম্প্রতি আকস্মিক অগ্নিকান্ডে বৃদ্ধ রাবেয়ার বসবাসের একমাত্র আশ্রয়স্থল গৃহটি পুড়ে ছাই হয়ে যায়। এ অবস্থায় তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে থাকেন।
বিষয়টি জানতে পেরে আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের যুবকরা বৃদ্ধ রাবেয়ার পাশে দাঁড়ান। তারা শুক্রবার বিকালে স্থানীয় চৌমুরীয়া বাজারে তাদের সংগঠনের কার্যালয়ে বৃদ্ধ রাবেয়ার হাতে গৃহ নির্মাণের জন্য দেড় বান্ডিল ঢেউটিন তুলে দেন। গৃহনির্মাণের জন্য ঢেউটিন পেয়ে বৃদ্ধ রাবেয়া আক্তারের মলিন মুখ আনন্দে আলোকিত হয়ে উঠে। এ সময় আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান দুলাল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক রিফাত সিদ্দিকী তৌহিদ, ক্রীড়া সম্পাদক আল আমিন, আইসিটি সম্পাদক রনি মিয়া ও সদস্য মাহবুব আলম ঝান্টুসহ সংগঠনের অন্য যুবকরা উপস্থিত ছিলেন। এ সময় আঞ্চলিক সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকার বেশ কয়েকজন দুস্থ নারীর মাঝে শাড়ি কাপড়ও বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।