
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা আওয়ামীলীগের উদ্যোগে ছোট্টবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নেত্রকোণা-১আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস,আওয়মীলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক অসীম কুমার উকিল, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি লে: কর্ণেল অব: আব্দুন নূর খান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান ভিপি লিটন সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।