খালিয়াজুরীতে ভ্রাম্যমান আদালতে চার জুয়ারীর কারাদন্ড

খালিয়াজুরী প্রতিনিধি: জেলার খালিয়াজুরী উপজেলায় চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে অভিযান চালিয়ে পেনা মিয়ার বাড়ীতে জুয়ার আসর থেকে আটক চার জুয়ারীকে দন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:৩০ টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের পেনা মিয়ার বাড়ীর পেছনে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল বল্লী গ্রামের মৃতঃ বন্ধন শেখের ছেলে রেনু মিয়া (৪৫), মৃতঃ সৈয়দুর রহমানের ছেলে শহীদনুর (২৮), মৃতঃ ফয়েজ আলীর ছেলে নামাছ মিয়া (৩২), মৃতঃ বরকত আলীর ছেলে আবু মোসাহেদ মিয়া (৩০)। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হযরত আলী বলেন গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার লেপসিয়া বাজার তদন্ত কেন্দ্রের এস.আই নাসির উদ্দিনের নেতৃত্বে বল্লী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের থানায় নিয়ে শুক্রবার দুপুর ১ঃ০০ টায় ভ্রাম্যমান আদালতে প্রকাশ্যে জুয়া আইন/১৮৬৭ ভঙ্গ করায় প্রত্যেককে ১ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেন খালিয়াজুরীর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুলাহ আল মামুন বাবু।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।