
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়নে বৃহস্পতিবার দরিদ্র-অসহায় ৫০০ পরিবারের মাঝে দাতা সংস্থা হিউম্যান আপিল এর অর্থায়নে স্বাবলম্বী উন্নয়ন সমিতি রমজানের খাদ্য বিতরণ করা হয়েছে।
খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, আমতলা ইউনিয়নের ইউ,পি সদস্য সাইদুর রহমান প্রমুখ। ইউনিয়নের নির্বাচিত হত দরিদ্য, বিধবা, বৃদ্ধ, এতিম, প্রতিবন্ধী ব্যক্তি প্রত্যেকের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি চিনি, ১ কেজি লবন, ১ লিটার তৈল, ৫০০ গ্রাম মুড়ি, ২৫০ গ্রাম গুড়া দুধ ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়।