
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণা বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে ও পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সহযোগিতায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস মঙ্গলবার পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, বৃক্ষ বিতরণ, বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষন প্রাঙ্গণে ইউএনও ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিপক কুমার সাহা সেন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহী দিলসাদ এলিন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ম্যানেজার রাজু আহম্মেদ প্রমুখ।