
বিশেষ প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনও বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নেত্রকোণা জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিন শেশে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে সার্কিট হাউজ হলরুমে জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ খালিদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় পরিবেশ বিষয়ক প্রামাণ্য চিত্র উপস্থাপন করে সহকারি কমিশনার সাঈদা পারভিন। আলোচনা করেন নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহান, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা ব্র্যাক প্রতিনিধি প্রবাল সাহা, বারসিকের প্রতিনিধি অহিদুর রহমান এবং আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সাহা। সভায় নেত্রকোণা ৫৭ টি নদী রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান। এছাড়া, বারসিক, সাংবাদিক সমাজ এবং ব্র্যাকের উদ্যোগে আলাদা আলাদা ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।