
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের ফাজিলপুরে আসার পথে বাল্কহেড (ষ্টিল বডি বড় নৌকা) থেকে রক্তি নদীতে পড়ে নিখোঁজ নৌ শ্রমিক আবদুস সাত্তার (৩৮)’র চার দিনেও সন্ধান মেলেনি।’ নিখোঁজ শ্রমিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কুকরাই গ্রামের আবদুল কদ্দুছের ছেলে।’
জানা গেছে, কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ছেড়ে আসা তাহিরপুরের ফাজিলপুর থেকে বালু পরিবহনের জন্য বাল্কহেড নৌকাটি রক্তি নদী অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে পড়ে যান নৌ শ্রমিক আবদুস সাক্তার।’
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রাম সংলগ্ন রক্তি নদীতে বাল্কহেড প্রবেশের পর নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন ওই শ্রমিক।’
এদিকে নিখোঁজের পর সিলেট থেকে আসা ডুবুরি দলের সদস্যরা স্থানীয় এলাকাবাসীর সহায়তায় রোববার সন্ধা পর্য্যন্ত সন্ধান কাজ চালিয়েও ওই শ্রমিকের কোন সন্ধান না পেয়ে ডুবুরি দলের সদস্যরা ওই রাতেই সিলেট ফিরে গেছেন।’
বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন শ্রমিক সাক্তার নিখোঁজের বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেন।