
বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা পৌর শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও দেশীয় মদসহ একাধিক মামলার আসামি ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৬ গ্রাম হেরোইন, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন শহরের রাজুরবাজার এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. মোখলেসুর রহমান (৪৫), পশ্চিম কাটলি এলাকার আব্দুল হালিমের ছেলে ওমর ফারুক (২৫), মঈনপুর এলাকার আবুল বাশারের ছেলে মো. এরশাদ (৩২), মালনী ঋষিপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. সুরুজ মিয়া (৪০) ও মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত বিনয় রবি দাসের ছেলে মন্টু রবি দাস (৫৫)।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উদ্দিন খান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রত্যেকে তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। আবারও নতুন করে মামলা দায়ের করে আজ সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে ।