দুর্গাপুরে বিচার বিভাগের ইফতার মাহ্ফিল

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বিচার বিভাগ ও বার সমিতির আয়োজনে সরকারী বে-সরকারী কর্মকর্তা, সুধীজন ও সুশীল সমাজের সম্মানে রোববার ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে।
ইফতার মাহ্ফিলে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর চৌকী মোঃ জগলুল হক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সল তারেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, বার সমিতির সভাপতি (ভারঃ) মোঃ জয়নাল আবেদীন, ওসি মিজানুর রহমান আকন্দ, আইনজীবিগন উপস্থিত ছিলেন। ইফতার পুর্বে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।