নেত্রকোণায় জলাতঙ্ক রোগ নির্মূল বিষয়ক অবহিতকরণ সভা

বিশেষ প্রতিনিধি: জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সমগ্র নেত্রকোনায় ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি বিষয়ক এক অবহিতকরণ সভা রবিবার নেত্রকোনা জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয়বস্তুর উপর ভিডিও চিত্র উপস্থাপন করেন ডা. কামরুল ইসলাম। এ ছাড়া অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, ঢাকা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. হেলাল উদ্দিন, ঢাকার প্রাণিসম্পদ বিভাগের প্রিন্সিপাল পবিত্র কুমার সাহা, আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন।

সভায় জানানো হয় যে, ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করা হবে। এ ছাড়া নেত্রকোনায় এক বছরের মধ্যে সকল কুকুরকে টিকাদান কর্মসূচির মাধ্যমে আনা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।