
বিশেষ প্রতিনিধি: এতে রক্ত প্রবাহ বাধাগ্রস্থ হয়ে দিন দিন শরীর নিস্তেজ হয়ে আসছে। সে বর্তমানে ল্যাব এইড কার্র্ডিয়াক হাসপাতালে অধ্যাপক ডা.এম এ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধিন। চিকিৎসকরা বলেছেন, তার এপ্লাষ্টিক এনিমিয়া রোগের খরচ হবে অনেক টাকা। এ ছাড়া সপ্তাহে অন্তত ২ বার ডায়ালাইসিস করতে হবে। দরিদ্র পরিবারের সন্তান মোঃ বাবলু মিয়ার বাবা সুরুজ আলী পেশায় একজন কৃষক। পরিবারের ভরনপোষনের পর তার বাবার পক্ষে চিকিৎসার খরচ চালানো অসম্ভব। এ অবস্থায় মোঃ বাবলু মিয়ার চিকিৎসায় দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার অসহায় পরিবার। সাহায্য পাঠাবার ঠিকানাঃ- সঞ্চয়ী হিসাব নং-৩৫০৬৩০১০২৬৩৮৮, সোনালী ব্যাংক, কলমাকান্দা, নেত্রকোনা। বিকাশ ও মোবাইল নং ০১৭৫৮-৫০৭৬৬০, ০১৯৬১-৫৯৮৫০৯। ডাচ বাংলা একাউন্ট- ০১৯৬১-৫৯৮৫০৯.