
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের প্রায় ২০ কিলোমিটার রাস্তা তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল হতে বিকেল পর্যন্ত এ দুটি সড়কে বিভিন্ন যানবাহন চলছে তো চলছে না। দীর্ঘ সময়ের যানজটে চরম দূর্ভোগের শিকার হচ্ছে যাত্রী সাধারন। তবে ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্পনগরীতে দিনের বেলা রাস্তা বন্ধ করে রাস্তা সংস্কার কাজ করার ফলে তীব্র এ যানজট সৃষ্টি বলে ট্রাফিক জানিয়েছে। শনিবার (২ জুন) সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ যানজট দেখা যায়। শনিবার সরেজমিনে গিয়ে গাড়ি চালক ও স্থানীয় লোকদের সাথে আলোচনা করে জানা যায়, সকাল ৮ টা হতে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের পাগলা মুন্সিখোলা হতে পঞ্চবটি হয়ে শহরে চাষাঢ়া আর পঞ্চবটি হতে সৈয়দপুর এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তা যানজটের কবলে পড়ে। এ সড়কে যানজটের কারনে নারায়ণগঞ্জের বিভিন্ন শাখা রাস্তা গুলোতেও প্রভাব পড়েছে। ফতুল্লার বিসিক শিল্পনগরীতে বেহাল রাস্তা সংস্কার কাজ করার ফলে রাস্তা বন্ধ করে রেখেছে। এতে করে শত শত যানবাহন আটকরা পড়ে আছে। এতে করে তীব্র যানজট সৃষ্টি। আর ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের যানজট ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে প্রভাব পড়েছে। যার কারনে ভারী যানবাহন, যাত্রীবাহি যানবাহন, রিকশা, ইজিবাইক, সিএনজি চলাচল বন্ধ হয়ে আছে। সকাল হতে নারায়ণগঞ্জ ট্রাফিক যানজট নিরসনে কাজ করলে কোন সুরাহ করতে পারছে না। ট্রাক চালক আলী মিয়া জানান, সকাল ৮টা হতে রাস্তায় তীব্র যানজট। গাড়ি সামনেও যাচ্ছে না পিছনেও নিতে পারছে না। যানজটের কারনে রাস্তায় ট্রাফিক পুলিশও দেখা যাচ্ছে না। ৩০ মিনিট পর পর গাড়ি ২০ হাত সামনে গেলেও কোন লাভ দেখা যাচ্ছে না। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, সকাল হতেই যানজট লেগে আছে। আর যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। তবে বিসিকে রাস্তা বন্ধ করে রাস্তার সংস্কার করার ফলে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা- মুন্সিগঞ্জ সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। কখন যানজট দুর করা যাবে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না।