
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে গার্মেন্ট কর্মী জাকির হোসেন হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার চর পলিশা গ্রামে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামনবন্ধনে জাকিরের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গার্মেন্ট কর্মী জাকির হোসেন হত্যার পর মেলান্দহ থানায় একটি অপমৃত্যু মামলা হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের আবেদন করার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও মামলা নিচ্ছেনা পুলিশ। মানববন্ধনে দ্রুত হত্যা মামলা গ্রহণসহ হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে নিহতের স্ত্রী চায়না খাতুন, বাবা আবুল কাশেম, মা জবেদা বেগমসহ এলাকার অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে একই দাবিতে সংবাদ সম্মেলন করে জাকিরের পরিবারের সদস্যরা। জামালপুরে জাকির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনজামালপুরে জাকির হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন