
কক্সবাজার প্রতিনিধি: মাদক বিরোধি অভিযাানের মাঝেই ওমরা পালনের নামে দেশ ছাড়লেন এমপি বদি। বৃহস্পতিবার মধ্যরাতে রাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বদি ওমরা পালনে সৌদিআরবে যান। বদির সাথে বদির মেয়ে, মেয়ের জামাই, বদির বন্ধু আকতার কামাল ও মৌলানা নূরীও সৌদি আরবে গেছেন। বদির ব্যাক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক বিরোধি অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশ ত্যাগ করে সৌদি আরবে গমনকে কৌশল হিসেবে মনে করছেন অনেক। অভিযান থেকে বাচতেই বদি ওমরায় চলেগেছেন বলে ধারনা করা হচ্ছে। সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি বলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পৃর্ন অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কতৃপক্ষের অনুমতিও নিয়েছেন। বদি জানিয়েছেন, রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে এহতেকাপ থাকার নিয়ত করেছেন। ওমরা পালন ১৭ জুন তিনি দেশে ফিরে আসবেন।