
দূর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দূর্গাপুর সাধুপাড়ায় এলাকায় পৌর শ্মশানঘাটের ভাঙ্গা রাস্থা সংস্কার নিয়ে স্বেচ্ছাসেবকদের উপর সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা ও তার লোকজনদের অতর্কিত হামলায় উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক আদিবাসী নেতা স্বপন হাজং সহ ৬জন আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার সাড়ে এগারোটায় উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকগণ স্থানীয় শ্মশানঘাটের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কার করার সময় সাবেক পৌর চেয়ারম্যান কামাল পাশা ও তার লোকজন নেতৃবৃন্দ সহ সেচ্ছাসেবকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালালে পুজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক আদিবাসী নেতা স্বপন হাজং সহ ৬ জন আহত হয়। ঘটনায় স্বপন হাজং এর মাথায় গুরুত্বর আঘাত পায়। পুলিশ তাকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যায়। এরই প্রতিবাদে দুর্গাপুর পৌর শহরে তাৎক্ষণিক এক প্রতিবাদ মিছিল বের হলে শহরের সকল দোকানপাট বন্ধ করে দিনব্যাপি হরতালের ডাক দেয় উপজেলা পুজা উদযাপন নেতৃবৃন্দ। উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, হামলাকারী কামাল পাশা গ্রেফতার না হওয়া পর্যন্ত শহরে হরতাল সহ আন্দোলন চালিয়ে যাবেন। এ ঘটনার পর মামলার প্রস্ততি নিচ্ছেন উপজেলা পুজা উদযাপন পরিষদ। এ ব্যপারে দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ অপ্রীতিকর ঘটনা কারোরই কাম্য নয়, আমরা পরিস্থিতি শান্ত রাখতে যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এ নিয়ে কামাল পাশার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।