নেত্রকোণায় প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু

মদন প্রতিনিধি: ভাতিজাকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের টেটায় বিদ্ধ আহত এক কৃষক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) মারা যান। বুধবার রাতে মারা যাওয়া ওই কৃষক নেত্রকোণার মদন দক্ষিন পাড়া গ্রামের খুরশেদ তালুকদারের ছেলে ছদ্দু মিয়া (৪৭)।
ছদ্দু মিয়ার পারিবারিক সূত্র জানায়, গত ১৪ মে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার লোকজন পূর্ব শত্রুতার জেরে ছদ্দু মিয়ার ভাতিজা হিরন মিয়াকে খুব মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই দিনেই দু’পক্ষের মাঝে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া টেটা স্বাসনালীতে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয় ছদ্দু। পরে তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়ে সবশেষে মমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
মদন থানার ওসি মো. শওকত আলী জানান, মারামারিতে আহত ছদ্দু মিয়া মমেক হাসপাতালে মারা গেছেন তা নিশ্চিত। তার লাশ সে হাসপাতালেই ময়না তদন্ত হবে।
ছদ্দু মিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের করা পূর্বের ওই মারামারির ২৬ ধারার মামলাটিই এখন ছদ্দু হত্যা মামলায় রূপান্তরিত হবে বলেও জানান ওসি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।