আটপাড়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-১৪

আটপাড়া প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া থানায় সারা দেশের ন্যায় মাদক বিরোধী অভিযান চলছে। থানা সূত্রে জানা যায়, আটপাড়া থানায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ১০৭ জন। এ পযন্ত মাদক বিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের নামে ১১টি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, দেওশ্রী গ্রামের জাহের উদ্দিন মিয়ার ছেলে বাচ্চু মিয়া, বানিয়াজান গ্রামের মৃত আরমান আলীর ছেলে শালেবর, পুখলগাঁও গ্রামের হাসান আলীর ছেলে হারেজ মিয়া, পশ্চিম হাতিয়র গ্রামের মজনু মিয়ার ছেলে মোমেন মিয়া, শ্রীরামপাশা গ্রামের মজিবুর রহমানের ছেলে হযরত আলী, আরশ উদ্দিন চৌধুরীর ছেলে আজিম চৌধুরী, রবিয়ারগাতী গ্রামের রহিছ মিয়ার ছেলে নুরুজ্জামান, স্বরমুশিয়া গ্রামের ফজলুর রহমান কাজীর ছেলে সোহেল কাজী, গোয়াতলা বাগবাড়ী গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে কামাল হোসেন, মানিষা গ্রামের মৃত মর্ত্তুজ আলীর ছেলে সেলিম খান, মাটিকাটা গ্রামের আব্দুল হামিদের ছেলে মো: জয়নাল উদ্দীন, চাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো: সোহেল, কেন্দুয়া থানার ভুগিয়া গ্রামের আক্কাছ উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন, বারহাট্টা থানার সাবানিয়া গ্রামের তুলশি রবিদাসের স্ত্রী মিনা রানী রবিদাস। অফিসার ইনচার্জ অভিরঞ্জন দেব বলেন, আমি আটপাড়াকে মাদক মুক্ত করে যেতে চাই। আমার যোগদান হতে ১৬টি মামলা দায়ের করেছি ও মাদক বিরোধী অভিযান শুরু থেকে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে, মাদক বিরেধী অভিযান অব্যাহত থাকবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।