
সিলেট প্রতিনিধি: সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবে কমিটি গঠিত হয়েছে। সীমান্তবিডি’র সম্পাদক ও প্রকাশক এটিএম ফয়ছলকে সভাপতি ও ক্রাইম সিলেটের সম্পাদক ও প্রকাশক মো. আবুল হোসেনকে সাধারণ সম্পাদক মনোনিত করে কমিটি গঠন করা হয়েছে।
সিলেট মহানগরীর উপশহরে সিলেট মিডিয়া গ্রুুপের অস্থায়ী কার্যালয়ে (২৯ মে) মঙ্গলবার এক বিশেষ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।’ আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবেও বলে জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্ধ।’
কমিটির অন্যান্য পদে মনোনিতরা হলেন, সিনিয়র সদস্য এখলাছুর রহমান, সদস্য সিলেট ৭১, নিউজ ডটকমের সম্পাদক তাহের আহমদ, ক্রাইম সিলেটের স্টাফ রিপোর্টার এনামুল হাসান ও দূর্জয় বাংলার সিলেট প্রতিনিধি এইচ কে শরীফ সালেহীন।