নেত্রকোণায় ‘পরিবেশ রক্ষায় জলাভুমি: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

বিশেষ প্রতিনিধি: ‘পরিবেশ রক্ষায় জলাভুমি: আমাদের করণীয় বিষয় নিয়ে এক সেমিনার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবি সংগঠন জনউদ্যেগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিষয়বস্তুর উপর নিবন্ধ পাঠ করেন পরিবেশবিদ ও বারসিকের জেলা সমন্বয়কারি মেঃ অহিদুর রহমান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, লেখক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল,মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, সম্পাদক তাহেজা বেগম, সাংবাদিক এম ফখরুল হক, ন্যাপ নেতা মোজাম্মেল হক, সাংবাদিক দিলওয়ার খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরী প্রমুখ। পরে এ সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।