মাকে আর নির্যাতন না করার শর্তে ছাড়া পেলেন ছেলে

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দায় ছেলের নির্যতনের শিকার সেই মাকে ইউএনও’র হস্তক্ষেপে হাসপাতালে ভর্তির পর এবার সেই ছেলে মা চেয়ে ও আর নির্যাতন না করার শর্তে নিজ বাড়িতে নিলেন ওই মাকে।
বুধবার বিকেলে মা-ছেলের বাড়ি কলমাকান্দার দুর্লভপুর গ্রামে স্থানীয় ইউএনও মো.আরিফুজ্জামানসহ জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ছেলে সবুজ মিয়া (৩৫) মা ফসর বানুকে (৮৫)  ঘরে নেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএনও আরিফুজ্জামান বলেন, মা ফসর বানুর ১৩ শতাংশ জমি ছেলে সবুজের নামে লিখে না দেয়ায় নিজের মাকে দীর্ঘদিন ধরে মারধরসহ মানসিক নির্যাতন করছিল সবুজ। এখন থেকে আর নির্যাতন করবে না এমন শর্তে সুবজ তার মাকে ঘরে নিয়েছে। তার মাও সবুজকে ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন ইউএনও।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।