
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদরের সাকুয়া বাজার এলাকায় শাশুড়ি শাহানারা আক্তারের (৪৫) শরীরে পুত্র বধুর দেয়া আগুনে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেলে বৃহষ্পতিবার বিকেলে মারা গেছে। এঘটনায় পূত্রবধূ রোজিনা আক্তারকে (২৪) গত শনিবার আটক করেছে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, পারিবারিক কলহের জের ধরে রোজিনা তার শাশুড়ির শরীরে গত শুক্রবার রাতে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ শাশুড়ী শাহানারাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ঘটনার সময় শাহানারার শরীরের ৭০ ভাগ পুড়ে যায়।
নেত্রকোণা সদরের সাকুয়া বাজার এলাকায় গন্ধবপুর গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা এঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় দগ্ধ শাহানার মেয়ে ফারজানা আক্তার লিজা বাদি হয়ে থানায় মামলা করলে রোজিনা আক্তারকে (২৪) গত শনিবার আটক করে পুলিশ।