নেত্রকোণায় বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিশেষ প্রতিনিধি: সেবার নামে রোগীদের সাথে অর্থবাণিজ্য ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নানারকম অব্যবস্থাপনার দায়ে নেত্রকোনা শহরের বেসরকারি দুই হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টারে ৫৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন।
এসময় ওইসব প্রতিষ্ঠানে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্গনের বিষয়টি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
এরমধ্যে নিউ স্বদেশ হাসপাতাল ৩০ হাজার, সেন্ট্রাল হসপিটাল ২০ হাজার ও যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত জানান, জনস্বার্থে বছরজুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান চলতে থাকবে। জনসাধারণের বিভিন্ন আবেদন ও অভিযোগের প্রেক্ষিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ার পাশাপাশি হাসপাতাল সংশ্লিষ্টদেরকে রোগীদের সাথে রূঢ় আচরণ করতে দেখা গেছে। যা অত্যন্ত অসম্মান ও দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে চিকিৎসক উত্তম কুমার পালসহ জেলা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।