
কলমাকান্দা প্রতিনিধি: জেলার কলমাকান্দার নাজির এপিতে বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজির এপির উদ্যোগে ষাস্মাসিক প্রকল্প মূল্যায়ন সভা এপি ম্যানেজার পরিতোষ রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে পরামর্শ ও কার্যক্রম মূল্যায়নের উপর বক্তব্য রাখেন নেত্রকোণা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত এপিসি ম্যানেজার রঞ্জন রোজারিউ, পরিতোষ রেমা, শা সাইদ ইবনে আজিজ, মানষ বিশ্বাস, তপন কুমার সাহা, প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু ও নির্বাহী সভাপতি মো. জাফর উল্লাহ প্রমূখ। উক্ত সভায় বিগত ৬ মাসের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম অগ্রগতি, বাস্তবায়ন ও পরীবিক্ষণ করে প্রকল্প বাস্তবায়নের বাঁধা সমূহ দুরীকরণে কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।