
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৮নং বিশকাকুনি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি ও আলোচনা সভা মঙ্গলবার সরিস্তলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল আলম সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৫ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী তুহিন আহম্মেদ খান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ,কছম উদ্দিন, মোফাজ্জল হোসেন, এমদাদ হোসেন,ছাত্রলীগ নেতা রবিউল আলম শাওন, উজ্জল মিয়া, তাঁতী লীগ নেতা সাইদুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থি ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।