
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা পুলিশের আয়োজনে সোমবার সন্ধ্যায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনস অডিটরিয়ামে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
এর আগে জেলা পুলিশ লাইনস কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে আগত অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
এ সময় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা ও দায়রা জজ একেএম রাশেদুজ্জামান রাজা, জেলা প্রশাসক মঈনউল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান,প্রবীন চিকিৎসক ডাঃ এম,এ হামিদ খান,সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান,ময়মনসিংহ রেঞ্জ পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ,বিচার বিভাগ,জেলা প্রশাসনের কর্মকর্তা,সুশিল সমাজের প্রতিনিধি,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।