
বিশেষ প্রতিনিধি : নেত্রকোণায় মাদক সহ গর্ভধারিণী মা,সন্তান, পুত্রবধূসহ একাধিক মামলার আসামি মাদকসহ গ্রেফতার হয়েছে!
নেত্রকোণায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন খানের কাছে মাদক বিক্রি করতে এসে ২৯২ পিস নেশার ইনজেকশন ও ২২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হয়েছেন তারা।
সোমবার রাত ৩ টার দিকে সদরের ওসি বোরহান মাদকসেবনকারী সেজে একই পরিবারের মাদক বিক্রেতা তিন সদস্যকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোণা শহরের পূর্ব চকপাড়া এলাকার বাসিন্দা দুলন মিয়ার স্ত্রী রীনা খান, ছেলে অনিক খান ও সানি খানের স্ত্রী শারমিন আক্তার।
এর আগে ২০ মে দিবাগত রাতে সানি খানকে শহরের সাতপাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮০ পিস নেশার ইনজেকশন ও ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
ওসি বোরহান জানান, মাত্র সপ্তাহের ব্যবধানে ওই পরিবারটি থেকে প্রচুর পরিমাণ মাদকসহ চার বিক্রেতাকে গ্রেফতার করা হয়।