
কেন্দুয়া প্রতিনিধি: লোকসাহিত্যে (বাউল গান) বিশেষ অবদান রাখায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা প্রবর্তিত ‘চর্চা সাহিত্য আড্ডা পুরস্কার’ ২০১৮ পাচ্ছেন, লোকসাহিত্য গবেষক বাউল কবি ইসলাম উদ্দিন। গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়। আগামী ১৫ নভেম্বর বাউল ইসলাম উদ্দিনের হাতে পুরস্কার বাবদ নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র অনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে ও সমন্বয়কারী রহমান জীবন পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, পুরস্কারের জন্য মনোনীত গুণীজন বাউল ইসলাম উদ্দিন, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা কবি ও গীতিকার মির্জা রফিকুল হাসান, সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্ব শর্মা, আমাদের সময় প্রতিনিধি রাখাল বিশ্বাস, যুগান্তর প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, দৈনিক নেত্রকোনা ডটকমের সম্পাদক আয়নাল হক, ভোরের ডাক প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, মানবজমিন প্রতিনিধি মজিবুর রহমান, সকালের দুনিয়ার প্রতিনিধি সাইফুল আলম দুলাল, স্বাধীন সংবাদের প্রতিনিধি হুমায়ূন কবীর প্রমুখ।
উল্লেখ্য, বাউল ইসলাম উদ্দিন ১৯৫৬ সালের ৮ অক্টোবর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের খিদিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি বাউল গান করে আসছেন। এছাড়াও তিনি প্রায় ২০ বছর হুমায়ূন আহমেদের সাথে থেকে ২০টির মত নাটক, ২টি সিনেমা, ৪টি বিজ্ঞাপনসহ অনেক অনুষ্ঠানে অভিনয় এবং গান করেছেন। তিনি লেখালেখিও করে যাচ্ছেন সমানতালে। তার রচিত হাজারের অধিক গান রচনা ও ‘নেত্রকোণার লোকসাহিত্য’, ‘নেত্রকোণার আঞ্চলিক ভাষার অভিধান’, ‘ছায়াদুল মুরসালিন’, ‘লুপ্তপ্রায় প্রতীক’, ‘ইসলামের ইসলামী সংগীত’সহ ১০/১২টি পান্ডুলিপি তৈরি করেছেন।