কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাংচুর ও শ্রমিক লাঞ্চিতের ঘটনায় ময়মনসিংহ অঞ্চলে অর্নিদ্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে অর্ধ শতাধিক গাড়ি ভাংচুর ও শ্রমিকদের লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে পরিবহন শ্রমিক ও মালিকদের মামলার কোন আইনি পদক্ষেপ না নেয়ায় পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আগামী ৩০ মে থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট ডেকেছে।
সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম এই ঘোষনা দেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমাদের অর্ধ শতাধিক গাড়ি ভাংচুর ও শ্রমিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় এ যাবৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ময়মনসিংহ প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের আইনি ব্যবস্থা ও আমাদের সাথে এ ব্যাপারে কোন আলোচনা না করায় আমরা ক্ষুব্দ। আমরা বাধ্য হয়ে আগামী ৩০ মে থেকে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলায় অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়েছি। এ সময় তিনি আরো বলেন, ধর্মঘট চলাকালে কোন ধরনের পরিবহন চলবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহসভাপতি মুসা সরকার, পরিবহন শ্রমিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার আহমেদ রনি প্রমুখ।

উল্লেখ্য গত ১৩ মে তুচ্ছ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক অর্ধশতাধিক গাডী ভাংচুর ও শ্রমিক মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার সময় পেশাগত কাজে উপস্থিত সাংবাদিকদের উপরও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করে দুই সাংবাকিকে আহত করে। সাংবাদিকদের দায়ের করা সেই মামলায়ও এখন পর্যন্ত কোন আইনি পদক্ষে গ্রহন করা হয়নি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।