টাঙ্গুয়ার হাওরে ট্রলার ও কারেন্ট জাল আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: রামসার প্রকল্পভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে চুরি করে মাছ ধরা কালে প্রায় আড়াই লাখ টাকার সম পরিমাণ কারেন্ট জাল, কোনা জাল , রামজালি, ঠেলা জাল. মাছ ধরার ছাঁই ও ট্রলার আটক করা হয়েছে।’ রোববার সকাল থেকে সন্ধা পর্য্যন্ত টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা এসব জাল আটক করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান, অভিযানে ১ মণ (৪০ কেজি) কারেন্ট জাল, ০২টি বড় কোনা জাল, বিপুল পরিমাণ ছাই,রামজালি মাছ ধরার কাজে ব্যবহৃত ০২টি ইঞ্জিন চালিত ট্রলার আটক করা হয়। আটককৃত জাল, ছাই ও ট্রলারের মুল্য প্রায় আড়াই লাখ টাকা।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।