
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে গত নয় দিনে এ পর্যন্ত ৪০৯ জনকে গ্রেপ্তার ও ১০৬টি মামলা হয়েছে। এর মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৩টি মামলা রয়েছে। অন্য তিনটি মামলা বিশেষ ক্ষমতা আইনে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই মাদকসেবী ও ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের নামে বিভিন্ন থানায় রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারের পর নতুন করে আরো মামলা করা হয়।
তিনি জানান, গত নয় দিনে চার কেজি ৭৫ গ্রাম হেরোয়িন, ৪ হাজার ৯১টি ইয়াবা বড়ি, ১৭ কেজি ১৮৫ গ্রাম গাজা, ২৯ বোতল ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে তিনটি পাইপগান উদ্ধার করা হয়।