নেত্রকোণায় বেকারিসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরে অভিযান চালিয়ে এক বেকারিসহ সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। রোববার  বিকেলে শহরের ছোটবাজার ও নাগড়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক মো. শাহ্ আলম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক মো. শাহ্ আলম  জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য তৈরির অপরাধে নাগরা এলাকায় পোলার বেকারির কারখানাকে ১৫ হাজার টাকা, বিশ্বজিৎ ও তুষার স্টোরকে ছয় হাজার করে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় ভেজাল খাদ্য পণ্য। এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ছোটবাজার এলাকায় লেডিস কর্ণারকে চার হাজার, টিপটপ শপিং পয়েন্ট, বাদল স্টোর ও বিধান স্টোরের প্রত্যেকে তিন হাজার করে নয় হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জব্দকৃত ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।