ঈদে বাজার মাতাবে কন্ঠশিল্পী এইচআই রাসেলের ‘আমায় পিরিতি শিখাইয়া’

বিনোদন ডেস্ক : এ পথ আমার কতো যে চেনা : শ্রোতা মুগ্ধ করার পর আসছে ঈদে বাজার মাতাবে কন্ঠশিল্পী এইচআই রাসেলের আমায় পিরিতি শিখাইয়া। সম্প্রতি কন্ঠশিল্পীর নিজের লেখা ও সুরে গানটি মিউজিক কম্পোজিশন শুরু হয়েছে। শিল্পীর মনের গহীনের সবটুকু প্রেম-বিরহ ওই গানটিতে শ্রোতাদের জন্য উজার করে ঢেলে দিয়েছেন তিনি। গান সম্পর্কে বলতে গিয়ে এমনই কথা জানালেন কন্ঠশিল্পী রাসেল। তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর সাধনার পর সম্প্রতি গানটি লিখা কমপ্লিট হয়েছে। স্বনামধন্য একজন মিউজিক ডিরেক্টর দ্বারা শুরু করা হয়েছে মিউজিক কম্পোজিশন। তবে ওই মিউজিক ডিরেক্টরের নাম ও কোন ব্যনারে গানের এ্যালবামটি বাজারে আসছে তা এই মুহূর্তে প্রকাশ না করে চমক রাখতে চাচ্ছেন শিল্পী। গানের কথা প্রসঙ্গে জানতে চাইলে শিল্পী তার দরদ ভরা গলায় গাইতে শুরু করেন : আমায় পিরীতি শিখাইয়া / কেন গেলি ভুলিয়া…/ প্রেম বিরহের অন্তর জ্বালায় পুড়িয়া হইলাম সাড়া / এখন আমার বাঁচারো নাই উপায় রে…

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।