
বিশেষ প্রতিনিধি : নেত্রকোণা সদরের সাকুয়া বাজার এলাকায় শাশুড়ি শাহানারা আক্তারের (৪৫) শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগে পূত্রবধূ রোজিনা আক্তারকে (২৪) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে নেত্রকোণা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকার গন্ধমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে পুত্র বধু রোজিনাকে আটক করা হয়।
দগ্ধ শাহানারা আক্তার একই গ্রামের মৃত পুলিশ সদস্য রঈছ উদ্দিনের স্ত্রী। তার ছেলে মাহবুব আলমের স্ত্রী রোজিনা এঘটনা ঘটিয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, পারিবারিক কলহের জের ধরে রোজিনা তার শাশুড়ির শরীরে আগুন ধরিয়ে দেয়। শাহানারাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় দগ্ধ শাহানার মেয়ে ফারজানা আক্তার লিজা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি ওসি।